ফিক্সড ডিপোজিটে সুদের হারে চমক দিল এসবিআই, কতটা লাভ হবে আপনার
আজকাল | ২৫ নভেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবছেন। তাহলে সবার আগে বেছে নিন এসবিআইকে। এখানে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হারে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত এসবিআই সুদের হারে বেশ কয়েকটি চমক রয়েছে। সিনিয়র সিটিজেনরা এতে ভাল সুবিধা পাবেন।
৪৪৪ দিনের জন্য রয়েছে এসবিআইয়ের অমৃত বৃষ্টি স্কিম। সিনিয়রদের জন্য এখানে সুদের হার রয়েছে ৭.৭৫ শতাংশ। যদি এই প্রকল্পে টাকা না বিনিয়োগ করেন তাহলে সিনিয়র সিটিজেনরা ১ বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন ৭.৩০ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এসবিআই দেবে ৭.২৫ শতাংশ হারে সুদ। ৫ বছরের জন্য এই সুদের হার রয়েছে ৭.৫০ শতাংশ হারে সুদ।
গোটা দেশে ইতিমধ্যেই এসবিআইয়ের প্রচুর নতুন শাখা খোলা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন আরও ৫০০ টি নতুন শাখা খুলবে এসবিআই। তাহলে গোটা দেশে এসবিআইয়ের মোট শাখা হবে ২৩ হাজার। সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই যাতে এসবিআই থেকে তাদের লাভের টাকা ঘরে তুলতে পারেন সেদিকে সরকার সর্বদাই নজরে রেখেছে।
বিনিয়োগের বেশ কয়েকটি স্কিম আগামীদিনে এসবিআই আরও খুলবে বলেই জানা গিয়েছে। সেখানে যদি সাধারণ মানুষ বিনিয়োগ করেন তাহলে নির্দিষ্ট সময়ের পর তারা ভাল রিটার্ন পাবেন বলেই খবর মিলেছে। তবে এখানে মনে রাখা দরকার যেকোনও স্কিমে বিনিয়োগ করার আগে তার সমস্ত দিকগুলি ভাল করে পড়ে নেওয়া দরকার। তারপরই উপযুক্ত অর্থ বিনিয়োগ করে ভাল রিটার্ন মিলতে পারে।