• ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কলকাতা যোগ! স্বাস্থ্য ব্যবস্থায় থাকবেন জয়? জানুন তাঁর পরিচয়
    আজকাল | ২৫ নভেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ভোটে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি তাঁর শপথগ্রহণ। নতুনভাবে গড়ে তুলবেন প্রশাসনিক ব্যবস্থা। সেই প্রশাসনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর নতুন প্রধান হতে চলেছেন কলকাতার ছেলে জয় ভট্টাচার্য। কানাঘুষো শোনা যাচ্ছে এমনটাই।

    জয় ভট্টাচার্যের জন্ম কলকাতায়। বছর ৫৬ -এর স্বাস্থ্যবিদ বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এর সঙ্গে যুক্ত। তাঁর ঝুলিতে রয়েছে এমডি ডিগ্রি। পাশাপাশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন অর্থনীতিতে।

    জয় ভট্টাচার্য নামে পরিচিত হলেও তাঁর পুরো নাম জয়ন্ত ভট্টাচার্য। ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন কলকাতায়। উচ্চশিক্ষা করতে পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। পড়াশোনা শেষে সেখানেই রিসার্চের কাজে যুক্ত রয়েছেন তিনি। সে দেশের স্বাস্থ্যনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জয়। তার জন্যই কি এই বিশেষ পদে আসীন হতে চলেছেন তিনি?

    এ বিষয়ে তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, ট্রাম্পের শপথগ্রহণ ২০ জানুয়ারি হলেও প্রশাসনে কে কোন দায়িত্বে থাকবেন সেই পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের শীর্ষপদে দায়িত্ব নিতে চলেছেন রবার্ট এফ কেনেডি। এটা প্রকাশ্যে আসার পরই কেনেডির সঙ্গে দেখা করেন জয়। এই ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের অধীনে রয়েছে এনআইএইচ। যাঁর শীর্ষে বসতে চলেছেন কলকাতার ছেলে জয়।

    আমেরিকার স্বাস্থ্য পরিকাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনআইএইচ। স্বাস্থ্যের ক্ষেত্রে গবেষণায় অনুদান দিয়ে থাকে এই সংস্থা। পাশাপাশি সে দেশে ওষুধ এবং থেরাপির ক্ষেত্রেও অনুমোদন নিতে হয় এই সংস্থার।
  • Link to this news (আজকাল)