• জন্মদিন পালন করতে গিয়ে অঘটন! আটলান্টায় নিজের গুলিতেই মৃত্যু ভারতীয় ছাত্রের
    আজকাল | ২৫ নভেম্বর ২০২৪
  • আজকাল ওয়েব ডেস্ক: বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করার সময় নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। ঘটনাটি ঘটেছে জর্জিয়ার আটলান্টায়। মৃত ছাত্রের নাম আরিয়ান রেড্ডি। বয়স ২৩ বছর।

    আটলান্টার পুলিশ সূত্রে খবর, গত ১৩ নভেম্বর আটলান্টায় নিজের বাড়িতে জন্মদিন পালন করার সময় সদ্য কেনা শিকারি বন্দুকটি পরিষ্কার করছিলেন আরিয়ান। সেই সময় অসাবধানতাবশত ওই বন্দুক থেকে গুলি চলে যায়। সেই গুলি লাগে তাঁর বুকে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ পেয়ে তাঁর বন্ধুরা অন্য ঘর থেকে বাইরে এসে দেখেন আরিয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা আরিয়ানকে মৃত বলে ঘোষণা করেন।

    তেলঙ্গানারা ভুবনগিরি জেলায় বাসিন্দা আরিয়ান আটলান্টার কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সেখানে তিনি মাস্টার অফ সাইন্স নিয়ে পড়াশোনা করছিলেন। বর্তমানে তাঁর বাবা-মা থাকেন উপ্পলে। ঘটনার দিন রাতেই বাড়ির উদ্দেশে আরিয়ানের মৃতদেহটি পাঠিয়ে দিয়েছে আটলান্টা পুলিশ।
  • Link to this news (আজকাল)