• দূষণ বাড়ছে হাওড়া-কলকাতায়, গভীর উদ্বেগ বাতাসের একিউআই নিয়ে, এবার কি পরতে হবে মাস্ক?
    আজকাল | ২৫ নভেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লি, পাটনা, চণ্ডীগড়ের মতো কলকাতার বাতাসেও যে দূষণ বাড়ছে, দিনকয়েক আগেই জানা গিয়েছে তা। গত কয়েকদিন ধরেই বায়ুদূষণের কারণে পাকিস্তানের লাহোর, দেশের দিল্লি, রাজস্থান আলোচনায়। কোথাও একিউআই পৌঁছে গিয়েছে ২০০০-এ, কোথাও ৫০০।

    তবে শুধু দিল্লি নয়, দিল্লি দূরে হলেও দিল্লির মতোই আতঙ্ক বাড়ছে খাস কলকাতা নিয়েও। বেশকিছু জায়গায় রবিবার দুপুরেও বাতাসের স্বাস্থ্য বেশ খারাপ। তেমনটাই তথ্য।

    রবিবার দুপুর ২.২৫ নাগাদ কলকাতার বাতাসের স্বাস্থ্য বেশ অস্বাস্থ্যকর কয়েকটি জায়গায়। এই সময় চাঁদনি চকে বাতাসের একিউআই ছিল ২৬৭, ফোর্ট উইলিয়ামে ২০৭, চেতলায় ২১০, ধর্মতলায় ১৬৩, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ১৫৬, কালীঘাটে ১৮০।

    হাওড়ার শিবপুরে আগের দিনের তুলনায় বাতাসের স্বাস্থ্য কিছুটা ভাল। দুপুরের দিকে একিউআই ছিল ১৯০, দুপুর তিনটে নাগাদ একিউআই ১৬৪। হাওড়া ছাড়া, হুগলির ভদ্রেশ্বর সহ একাধিক জায়গায় বাতাস দূষিত, অস্বাস্থ্যকর, তেমনটাই তথ্য।

    পরিস্থিতি দিল্লির মতো হয়নি। কিন্তু একিউআই ২০০ পেরোতেই বাড়ছে চিন্তা। অনেকেই প্রশ্ন করছেন, করোনাকাল পেরিয়ে কি আবার অভ্যেস করতে হবে মাস্ক পরা? পরিস্থিতি নিয়ন্ত্রণে কি খাস কলকাতাতেও নেমে আসবে মাস্ক পরার নিদান?
  • Link to this news (আজকাল)