উত্তর কলকাতা জেলা কংগ্রেসের আয়োজনে ধর্না-অবস্থানে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরী এবং অন্য নেতারা। এলাকার বাসিন্দাদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলাপচারিতাতেও ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদীপ, শুভঙ্করদের বক্তব্য, কংগ্রেস শুধু ভোট চাইতে আসে না। মানুষের পাশে থাকে। ধর্না-অবস্থান থেকে কংগ্রেস কর্মী এবং এলাকার লোকজন গিয়ে টালা সেতুর দু’ধারে প্রতীকী ‘বাস স্টপ’ বোর্ড লাগিয়ে দিয়েছেন। দাবি পূরণ না-হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কংগ্রেস নেতারা।