রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তার মধ্যে একটি নৈহাটি। তৃণমূল সব ক’টি আসনেই জিতেছে। এর পর মঙ্গলবারই নৈহাটি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবারই এমনটাই জানালেন ওই কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে। প্রায় ৫০ হাজার ভোটে জিতেছেন তিনি। সোমবার সনৎ জানান, নৈহাটির বড়মার মন্দিরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। দিতে পারেন পুজো। সেই সঙ্গে উপনির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবেন তিনি।
প্রতি বছর নৈহাটির বড়মার মন্দিরে ধুমধাম করে কালীপুজো হয়। গত বছর সেই পুজো শতবর্ষ পেরিয়েছে। সদ্য নির্মিত হয়েছে মন্দিরও। গত বছর বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।