• কয়লা পাচারে অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার বিকাশ মিশ্র
    আনন্দবাজার | ২৫ নভেম্বর ২০২৪
  • এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কয়লা পাচারে অভিযুক্ত, বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে। রবিবার তাঁকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বিকাশকে এ দিন আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হলে এক দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। আদালত সূত্রের খবর, আজ, সোমবার অভিযুক্তকে আলিপুরের বিশেষ পকসো আদালতে তোলা হবে। রবিবার আদালত থেকে বেরোনোর পথে বিকাশ অবশ্য দাবি করেন, পুরোটাই চক্রান্ত। তাঁকে প্রাণে মারার পরিকল্পনা করা হচ্ছে।

    পুলিশ সূত্রের খবর, বিকাশের বিরুদ্ধে কালীঘাট থানায় একটি যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল। তাতে বলা হয়, তিনি ওই নাবালিকাকে যৌন হেনস্থার পাশাপাশি তাঁর মাকে মারধরও করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার বিকাশকে ধরে পুলিশ।

    যদিও অভিযোগ অস্বীকার করে বিকাশের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। এ দিন আদালত চত্বরে তিনি বলেন, ‘‘আমাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।’’ প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় এর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বিকাশ। আপাতত তিনি জামিনে রয়েছেন। বিকাশের দাদা, কয়লা পাচার মামলায় আর এক অভিযুক্ত বিনয় মিশ্র আপাতত পলাতক। এরই মধ্যে পকসো আইনে বিকাশের গ্রেফতারি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

  • Link to this news (আনন্দবাজার)