• রুবির কাছে যুবকের দেহ উদ্ধার, পাশে পড়ে স্কুটার! কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ
    আনন্দবাজার | ২৫ নভেম্বর ২০২৪
  • রুবির কাছে মন্দিরপাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। দেহের পাশ থেকে একটি স্কুটারও উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, স্কুটারটি ওই যুবকেরই।

    কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

    শহরের ব্যস্ত এলাকায় কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা ভাবাচ্ছে স্থানীয়দেরও। তবে তাঁরা জানিয়েছেন, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

  • Link to this news (আনন্দবাজার)