কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
শহরের ব্যস্ত এলাকায় কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা ভাবাচ্ছে স্থানীয়দেরও। তবে তাঁরা জানিয়েছেন, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।