• জোড়াবাগানে যুবকের পিঠে ভোজালির কোপ! তিন জনকে গ্রেফতার পুলিশের, চলছে তদন্ত
    আনন্দবাজার | ২৫ নভেম্বর ২০২৪
  • খাস কলকাতায় প্রকাশ্যে এক যুবককে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় জোড়াবাগান এলাকায় অমিত সোনকর নামে বছর ত্রিশের ওই যুবকের উপরে হামলা চালানো হয়। ওই এলাকাতেই আহত ব্যক্তির বাড়ি। অভিযোগ, পিছন দিক থেকে এসে ওই যুবকের পিঠে ভোজালির কোপ বসান অভিযুক্ত। তার পরেই চম্পট দেন অভিযুক্ত সেই ব্যক্তি।

    ভরসন্ধ্যায় শহরের ব্যস্ত এলাকায় হামলার এই ঘটনায় তদন্তে নামে জোড়াবাগান থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক বিবাদ থেকেই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এফআইআর-এ নাম থাকা উত্তম সোনকর, সঞ্জয় চক্রবর্তী, অবিনাশ সোনকরকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

    হামলা চলার পরেই আহত যুবককে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মূলত উত্তম এবং তাঁর দলবলের বিরুদ্ধে। তবে হামলা চালানোর কারণ জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)