• দেগঙ্গায় অভিনব কায়দায় লুটপাট, ‘বিনয়ী’ ডাকাতদের ধরতে সিট গঠন পুলিসের
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকাত তাও আবার বিনয়ী। রিলে এমন ডাকাতদল বারেবারে দেখা গেলেও এবার একেবারে রিয়েল। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে।


    মহিলাদের ‘মা’ বলে সম্বোধন করে ও এক অসুস্থ মহিলাকে জল খেতে দিয়ে বাড়ির যাবতীয় মূল্যবান সম্পত্তি নিয়ে চম্পট দিল ৬-৭ জনের ডাকাতদল। তবে, মহিলারা দুষ্কৃতীদের থেকে ভালো ব্যবহার পেলেও বাড়ির পুরুষদের সঙ্গে কিন্তু এই ডাকাতেরা একেবারে ‘রাফ অ্যান্ড টাফ’। পুরুষদের হাতে বোমা ধরিয়ে, প্রাণে মারার হুমকি দিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা এলাকায় পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। দুই বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা ও প্রায় ১৫-২০ গ্রাম সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিসের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। দ্রুত দোষীরা ধরা পড়বে।”


    পুলিসের তরফে জানানো হয়েছে, দেগঙ্গার পার্শ্ববর্তী বাদুড়িয়া এলাকাতেও মাস কয়েক আগে এমন কায়দায় ডাকাতি হয়েছে। এক্ষেত্রে দুই জায়গাতেই একই দলের কাজ করার সন্দেহ উড়িয়ে দিচ্ছে না পুলিস। দুষ্কৃতীদের পাকড়াও করতে গঠন করা হয়েছে সিটও। আপাতত বিভিন্ন কোণ থেকে সূত্র খুঁজে দুষ্কৃতীদের পাকড়াও করার পরিকল্পনা করছে পুলিস।
  • Link to this news (বর্তমান)