সংবাদদাতা, আলিপুরদুয়ার: নেপথ্য কারণ খুবই সামান্য। ভাইয়ের কাছে এক থালা ভাত চেয়েছিলেন দাদা। আর তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন নাবালক ভাই। দাদাকে পাথর দিয়ে থেঁতলে খুন করতেও হাত কাঁপেনি তার। এমনটাই অভিযোগ উঠল ওই নাবালক ভাইয়ের বিরুদ্ধে। গতকাল, রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের শামুকতলা থানার কার্তিকা চা বাগানের হরবাড়ি বস্তিতে। শুধু খুন করাই নয়, খুনের পর দেহটি মাটিতে পুঁতে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টাও করে অভিযুক্ত। এই গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিস সূত্রে খবর, মৃতের নাম বাবুলাল কুজুর (৩০)। গতকাল রবিবার বাবুলাল তাঁর মাসতুতো ভাই বিমান কুজুরের কাছে এক থালা ভাত চান। আর তাতেই রেগে যায় বিমান। অভিযোগ, রাগের মাথায় বাবুলালকে পাথর দিয়ে থেঁতলে খুন করে বিমান। এরপর মৃতদেহটি মাটিতে পুঁতে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টাও করে বলে বিমানের বিরুদ্ধে অভিযোগ। আজ, সোমবার সকালে বাবুলালের এক দাদা বাবুলালের নিথর দেহটি পড়ে থাকতে দেখেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিস বিমানকে গ্রেপ্তার করেছে। বাবুলালের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু শুধুই ভাত চাওয়ার জন্য খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তাও তদন্ত করে দেখছে পুলিস।