• বাড়ি বিক্রি করে দ্বিতীয় বিয়ে করতে চায় স্বামী, বাধা দিতে গিয়ে আক্রান্ত স্ত্রী
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৪
  • নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাড়ি বিক্রির পরিকল্পনা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। একইসঙ্গে অভিযুক্ত স্বামী দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা করছেন বলেও দাবি করেন স্ত্রী। ফলে গোটা ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। স্বামী-স্ত্রীর এই বিবাদ ঘিরে চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়ি শহরে।


    অভিযোগ, জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের ৯ নম্বর ওয়ার্ডের মহাকালপাড়ার বাসিন্দা এক যুবক তাঁর স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য নিয়মিতভাবে চাপ দিত। এমনকী টাকা আনতে না গেলে, তাঁর উপর চরম মানসিক ও শারীরিক অত্যাচার করা হত বলেও অভিযোগ করেছেন ওই গৃহবধূ। আজ সোমবার সকালে স্বামী-স্ত্রীর এই বিবাদ চরমে পৌঁছায়।


    এদিন সকালে গৃহবধূকে তাঁর স্বামী বাড়ি থেকে বের করে দেয়। শুধু তাই নয়, শাশুড়িও তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। বিবাদের সময়, গৃহবধুর ভাই দিদিকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে দাবি। উভয় পক্ষের হাতাহাতিতে গৃহবধূ ও তাঁর ভাই দুজনেই জখম হন। পরবর্তীতে এলাকার বেশ কয়েকজন মিলে তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে  নিয়ে যান।


    গৃহবধূ থানার অভিযোগে জানিয়েছেন, তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। সেই কারণেই তাঁর উপর চরম নির্যাতন করে। পাশাপাশি তাঁর শ্বশুরবাড়ির লোকজনও বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যেতে চাইছে বলে অভিযোগে জানান তিনি।
  • Link to this news (বর্তমান)