• পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-মামলার শুনানি নয়া বিচারপতির বেঞ্চে
    দৈনিক স্টেটসম্যান | ২৫ নভেম্বর ২০২৪
  • পার্থ চট্টোপাধ্যায় সহ ৫ জনের জামিন বিষয়ে ভিন্নমত ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাই নিয়ে গত সপ্তাহে নানা চর্চা শুরু হয় ওয়াকিবহাল মহলে। মামলা তৃতীয় আদালতের বেঞ্চে শুনানি হবে, সেই কথা শোনা গিয়েছিল। এবার সেই বিষয় মান্যতা পেল। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ওই মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে। একক বেঞ্চেই মামলাটি শুনবেন তিনি। সেখানেই পার্থ-সহ ৫ জনের জামিনের আবেদনের ফয়সালা হবে। ফলে পার্থদের ভবিষ্যৎ এখন বিচারপতি চক্রবর্তীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
    পার্থদের জামিনের আবেদনের শুনানি হয়েছিল হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। গত ২০ নভেম্বর এই মামলার রায় দেয় বেঞ্চ। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৯ জনেরই জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি সিংহ রায় তাঁর সঙ্গে একমত হতে পারেননি। তিনি ৪ জনের জামিন মঞ্জুর করলেও পার্থ-সহ বাকি ৫ জনের ক্ষেত্রে জামিনের বিরোধিতা করেন।
    ডিভিশন বেঞ্চের কোনও মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে তৃতীয় কোনও বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান প্রধান বিচারপতি। এ ক্ষেত্রেও তাই-ই হয়েছে। প্রধান বিচারপতি শিবজ্ঞানম সোমবার এই মামলাটি পাঠিয়েছেন বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)