জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বীরভূমে দলের নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাঁর হাতে না থাকলেও তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেয়েছেন অনুব্রত মণ্ডল। প্রশ্ন উঠছে বীরভূমে কোর কমিটি গড়ে তাঁর গুরুত্ব খানিকটা খর্ব করা হলেও কালীঘাট থেকে এই ডাক কি অনুব্রতকে গুরুত্ব দেওয়ারই প্রমাণ? প্রায় আড়াই বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হয়নি অনুব্রতর। আজ সেই সুযোগ এসেছে।
জাতীয় কর্মসমিতির বৈঠকে কী নিয়ে আলোচন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন তার উপরে নজর থাকবে। পাশাপাশি আড়াই বছর পরে দিদির সঙ্গে অনুব্রতর দেখা হওয়াও এখন আলোচনার বিষয়। তবে অনুব্রত এনিয়ে বলেন, ভাই দিদির কাছে যাচ্ছে এতে অসুবিধের কী আছে?
অনুব্রতর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহু পুরনো। তবে সম্প্রতি বীরভূমে অনুব্রতর ক্ষমতা খর্ব করা হয়েছে। সেই দিক থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়ার পরিস্থিতি বদলায় কিনা সেটাই দেখার। রাজনৈতিক ভাবে বীরভূমে অনুব্রতর পুরনো ক্ষমতা ফিরে আসে কিনা তার উপরেও অনুব্রত অনুগামীদের উপরে নজর থাকবে।
অনুব্রত-মমতা সাক্ষাত নিয়ে বিজেপির বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার বলেন, দেখা হলে কথা হবে। হয়তো চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না।