• গামছা ছাড়া যাতায়াত অসম্ভব, বছরের পর বছর নরক যন্ত্রণায় গ্রামবাসীরা
    ২৪ ঘন্টা | ২৫ নভেম্বর ২০২৪
  • তপন দেব: বইয়ের ব্যাগে গামছা নিয়েই বের হতে হয়। স্কুলের পোষাক ছেড়ে গামছা পরে নদী পেরিয়ে আবার পরতে হয় পোষাক। ডেপুটেশন থেকে শুরু করে পথ অবরোধ সব করেও কাজের কাজ কিছু হয়নি। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের উত্তর চিকলিগুড়ি ও পারোকাটা  গ্রামের বাসিন্দাদের এটাই রোজনামচা। স্কুল কিংবা কাজে যেখানেই যান ব্যাগে করে আপনাকে গামছা নিয়েই বের হতে হবে।

    এনিয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধীপতি স্নিগ্ধা শৈব্য বলেন, আমি শুনেছি ব্রিজের দাবিতে পথ অবরোধ হয়েছে। তবে ব্রিজের দাবিতে কেউ আমার কাছে আসেনি। এত বড় ব্রিজ তৈরি করার পরিকাঠামো জেলা পরিষদের নেই। তবে মানুষের দাবি মেনে সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন তিনি।

    কৃষ্ণ বর্মন নামে এক গ্রামবাসী কাঁধে সাইকেল নিয়ে নদী পার হচ্ছিলেন। তিনি বলেন, কাজে যাচ্ছিলাম। এভাবেই চলছে আমাদের জীবন। অনেক আন্দোলন করে কিছু হয়নি। যে এমপি বা এমএলএ আসে সে-ই বলে দেখছি। ভোট আসলেই সবাই বলে ব্রিজের চেষ্টা করব। ভোট ফুরলে আর কিছুই হয় না।

  • Link to this news (২৪ ঘন্টা)