• পর পর ৩ শোকজে সাসপেন্ড! কর্মসমিতির বৈঠকে তৈরি তিন কমিটি, শৃঙ্খলারক্ষায় কঠোর তৃণমূল
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৪
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শৃঙ্খলারক্ষায় আরও কঠোর হল তৃণমূল। রাজ্যের শাসকদলের তরফে তিনটি কমিটি গঠিত হল। সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, শৃঙ্খলারক্ষায় তিনটি কমিটি তৈরি করা হল। একটি সংসদীয়, একটি পরিষদীয় এবং দলীয় স্তরে। কোনও সদস্যের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তাঁকে শোকজ নোটিস দেওয়া হলে জবাব দিতেই হবে। অন্যথায় পর পর তিনটি শোকজ নোটিসে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে। 
  • Link to this news (প্রতিদিন)