• ব্যাঙ্কের লকার ভাঙা, গ্রাহকদের উদ্বেগ, তদন্তে পুলিশ
    দৈনিক স্টেটসম্যান | ২৬ নভেম্বর ২০২৪
  • অন্যান্য দিনের মতো সকালে নিরাপত্তারক্ষী এসেছিলেন ব্যাঙ্কের শাটার খুলতে। ভিতরে ঢুকেই তাঁর চোখ কপালে। তিনি দেখেন, ব্যাঙ্কের লকার ভাঙা, গায়েব সবকিছু। ঘটনাটি ঘটছে মহেশতলার বাটা মোড়ের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে। খবর পেয়েই দ্রুত চলে আসেন ব্যাঙ্কের ম্যানেজার-সহ অন্যান্য কর্মীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
    পুলিশ গিয়ে তদন্ত করার ফাঁকেই খবর পেয়ে চলে আসেন গ্রাহকরা। কিন্তু তাঁদেরকে ব্যাঙ্কে ঢুকতে দেওয়া হয়নি । কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় ব্যাঙ্কে ডাকাতি হয়েছে। এরপরেই ব্যাঙ্কের লকারের সম্পত্তি আদৌ সুরক্ষিত রয়েছে কিনা, তা জানতে চান গ্রাহকরা। কিন্তু অভিযোগ, সেটাও তাঁদের স্পষ্ট করে জানানো হয়নি । তাতে গ্রাহকদের ক্ষোভ আরও বাড়তে থাকে। ব্যাঙ্কের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
    কিছু সময় পরে ব্যাঙ্কের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয় গ্রাহকদের লকার সুরক্ষিত রয়েছে। তাতে কিছুটা হলেও স্বস্তি পায় গ্রাহকেরা। মঙ্গলবার ফের গ্রাহকদের ব্যাঙ্কে আসতে বলা হয়েছে ফিঙ্গার প্রিন্ট চেকের জন্য। গ্রাহকদের দাবি, ব্যাঙ্কে আরও নিরাপত্তারক্ষী বাড়ানো উচিত। কপালের জোরে এদিন পাবলিক লকারটা বেঁচে গিয়েছে, কাল সেটা নাও থাকতে পারে। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার জানিয়েছেন, অপরাধীদের ধরার জন্য তদন্ত চলছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)