জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়! সঙ্গে মানস ভুইঁয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানও। দলের শৃঙ্খলারক্ষায় জোর। সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে থাকবে ৩ শৃঙ্খলারক্ষা কমিটি। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, 'পার্টি বিরোধী কাজের জন্য যদি শোকজ করা হয়, তার উত্তর দিতে হবে। পরপর তিনটি যদি শোকজ হলে সেই সদস্য বা সদস্যাকে সাসপেন্ড করা হবে'।
ঘটনাটি ঠিক কী? রাজ্যে ৬ আসনে বিধানসভা ভোটে সবুজ-ঝড়। যেদিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হল, সেদিনই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনুষ্ঠিত কালীঘাটে।
তৃণমূলের জাতীয় কর্মসমিতি নতুন মুখ
--
বিমান বন্দ্যোপাধ্যায়
মানস ভুইঁয়া
মালা রায়
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
জাভেদ খান
---
ত্রিস্তরী শৃঙ্খলারক্ষা কমিটি
---
সংসদে শৃঙ্খলারক্ষা কমিটি
--
সুদীপ বন্দ্যোপাধ্যায়
ডেরেক ও'ব্রায়েন
কাকলী ঘোষদস্তিদার
নাদিমূল হক
কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় শৃঙ্খলারক্ষা কমিটি
--
শোভনদেব চট্টোপাধ্যায়
নির্মল ঘোষ
ফিরহাদ হাকিম
অরূপ বিশ্বাস
চন্দ্রিমা ভট্টাচার্য
দেবাশিস কুমার