• কুলতলিতে দুঃসাহসিক ডাকাতি, শিশুর তৎপরতায় প্রাণ বাঁচল পরিবারের
    এই সময় | ২৫ নভেম্বর ২০২৪
  • ভর সন্ধ্যায় পরিবারের সদস্যদের বেঁধে রেখে ভয়াবহ ডাকাতি কুলতলিতে। পরিবারের এক শিশুর তৎপরতায় রক্ষা পেলেন পরিবারের সদস্যরা।

    কুলতুলির গরানকাটি এলাকার বাসিন্দা লখাই ঘাটার বাড়িতে ডাকাতি হয়। রবিবার অফিস না থাকায় বাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ করেই তাঁকে নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে প্রবেশ করেন ৫-৬ জন দুষ্কৃতী। প্রত্যেকের হাতেই ধারাল অস্ত্র ছিল বলে অভিযোগ। বাড়িতে ঢুকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। এরপরেই দুষ্কৃতীরা ওই পরিবারের সমস্ত সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা এবং সোনায় গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দল।

    নগদ ৫ হাজার টাকা ছাড়াও সোনার চেন, আংটি, কানের দুল নিয়ে পালায় তারা। পরিবারের সদস্যদের হাত, পা, মুখ বেঁধে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরিবারের একটি শিশুর হাত খোলা ছিল। সেই প্রথমে তার মায়ের হাত খুলে দেয়। এরপর মহিলা পরিবারের অন্যান্য সদস্যদের হাতের বাঁধন খোলেন। এরপর তারা পুলিশে ফোন করেন। ঘটনাস্থলে আসে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

    বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)