ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া দুই দুষ্কৃতী ধৃত পুরশুড়ায়
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ায় সন্দেহভাজন দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুরশুড়া থানার পুলিস। রবিবার রাতে পুরশুড়ার হরিহর গ্রামের কাছে তাদের ধরা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রাতে পুলিস গোপন সূত্রে খবর পায় পুরশুড়ায় দামোদর নদের তীরে হরিহর গ্রামের কাছে কয়েকজন ব্যক্তি অপরাধমূলক কাজের উদ্দেশে জড়ো হয়েছে। তারপরই সেখানে অভিযান চালানো হয়। পুলিস ধাওয়া করলে ওই দলে থাকা কয়েকজন পালিয়ে যায়। কিন্তু দুই দুষ্কৃতী ধরা পড়ে যায়। পুলিসের দাবি, ধৃতদের নাম রাজু দত্ত ও বিজয় পাসি। তাদের বাড়ি তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গার ডাংপাড়ায়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি লোহার তৈরি কাটার, একটি লোহা কাটার করাতের ব্লেড, লোহার চেন-তালা সহ অন্যান্য সামগ্রী। পুলিস জানিয়েছে, ধৃতরা জেরায় তাদের চক্রান্তের কথা স্বীকার করেছে। তার জেরে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। -নিজস্ব চিত্র