• রঘুনাথপুরে কাজের দাবিতে বেকার যুবদের ডেপুটেশন
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির তরফে নানা দাবিতে রঘুনাথপুরের মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়। এদিন রঘুনাথপুর শহরের ক্ষুদিরামচক থেকে মহকুমা শাসকের কার্যালয় অবধি একটি মিছিল হয়। তাতে পাঁচশোর বেশি যুবক-যুবতী পা মেলান। কর্মসূচিতে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক সঞ্জয় বিশ্বাস, রঘুনাথপুর শাখার ইনচার্জ ভগৎ সিং মাজি সহ অন্যরা অংশ নেন। সংগঠনের তরফে জানানো হয়েছে, রঘুনাথপুর মহকুমায় প্রচুর আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্ত যুবক-যুবতী রয়েছেন। সেই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের যোগ্যতা অনুযায়ী কাজ, কারখানায় নিয়োগের ক্ষেত্রে এলাকার যুবদের অগ্রাধিকার, প্রতিটি কারখানায় স্বচ্ছভাবে ও সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নিয়োগ করা, ভূমিহারা পরিবারের যুবকদের কাজ দেওয়া, যুবশ্রী প্রকল্পের যুবক-যুবতীদের নিয়োগ, সমস্ত বেকারকে কাজ দেওয়া ও কারখানার দূষণ রোধে পদক্ষেপের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  সংগঠনের অভিযোগ, কয়েকবছরে রঘুনাথপুর মহকুমায় জমি অধিগ্রহণ করে কিছু ছোট-বড় কারখানা গড়ে উঠেছে। সরকার রঘুনাথপুর মহকুমাকে শিল্পশহর হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এলাকার বেকার যুবক-যুবতীদের সামান্য কর্মসংস্থান হয়নি। ভূমিহারা পরিবারের যুবকদেরও কারখানার গেটে গেটে ঘুরতে হচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, এসব কারখানায় সুনির্দিষ্ট কোনও নিয়োগ প্রক্রিয়া নেই। মহকুমা প্রশাসনের তরফে সংগঠনের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)