সংবাদদাতা, কালনা: বাড়িতে স্ত্রীর সঙ্গে অশান্তি করে অভিমানে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম খোকন মাণ্ডি(৩০)। বাড়ি কালনা বাঘনাপাড়া পঞ্চায়েতের মুড়াগাছা গ্রামে। সোমবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়।খোকন রবিবার সন্ধ্যায় বাইরে থেকে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে অশান্তি করে।