• পুলিসের অভিযানে উদ্ধার গাড়ি বোঝাই মোষ, কয়লা
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, সিউড়ি: ফের পুলিসি অভিযানে ধরা পড়ল বেআইনি গবাদি পশু, কয়লা ও বালি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বেআইনি পাচার রুখতে বীরভূমের জেলাজুড়ে বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে ব্যাপক ধরপাকড় শুরু করেছে জেলা পুলিস প্রশাসন। গত কয়েকদিন আগে জেলার ১৪ নম্বর জাতীয় সড়কে একাধিক অভিযানে ধরা পড়েছে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া বেআইনি কয়লা, বালি ও গোরু। তারপর ফের রবিবার রাতে দুবরাজপুর থানার অভিযানে ধরা পড়ল মহিষ বোঝাই গাড়ি। সোমবার দুবরাজপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের গড়গড়া মোড়ের কাছে রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে আটক করা হয় অবৈধ মোষ বোঝাই গাড়ি। সেই গাড়িতে ১২টি মহিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় দু’জন পাচারকারীকে গ্রেপ্তারও করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)