• জামালপুরে কিশোরকে যৌন নির্যাতনে ধৃত প্রৌঢ়
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বর্ধমান: কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে রবিবার রাতে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম সুধীর বৈরাগ্য। পুলিস জানিয়েছে, ওই প্রৌঢ়ের বিরুদ্ধে বছর ১২’র এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। ওই কিশোরকে প্রথমে জামালপুর গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিস। সোমবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৪ ডিসেম্বর ফের আদালতে পেশ করার নির্দেশ দেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল।
  • Link to this news (বর্তমান)