• বর্ধমান হাসপাতালে জরুরি বিভাগ থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫৮ বছর। রবিবার বিকেলে জরুরি বিভাগের সামনে ওই প্রৌঢ়ের দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালেরই জরুরি বিভাগের চিকিৎসককে দেখানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম–পরিচয় জানা যায় যায়নি। দেহটি সোমবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


    মেমারিতে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু: মেমারি থানার আউশা গ্রামে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম অশোক মালিক(৫৯)। রবিবার তাঁকে অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
  • Link to this news (বর্তমান)