• ধান কেনায় স্বচ্ছতা আনতে সব জায়গায় ভিডিও রেকর্ডিংয়ের পরামর্শ
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ধান কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সব জায়গাতেই ভিডিও রেকর্ডিং করার পরামর্শ দিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। সোমবার খাদ্যদপ্তরের সঙ্গে সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বৈঠক করেন। তিনি বলেন, যেখানে ধান কেনা হচ্ছে সেখানে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করলে ভালো হয়। কোন রাইসমিলে ধান যাচ্ছে সেটাও ক্যামেরাবন্দি হয়ে থাকা দরকার। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সিপিসিগুলিতে সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু স্বনির্ভর গোষ্ঠী বা সমবায়গুলি যেখানে ধান কেনে সেখানে এই ব্যবস্থা নেই। ওই জায়গাগুলিতে ক্যামেরা বসানো হবে কি না তা পরবর্তী বৈঠকে ঠিক হবে। এখনও পর্যন্ত জেলায় ৪৯ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে। 


    কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২০ শতাংশ জমি থেকে ধান কাটা হয়েছে। আর কয়েকদিন পর থেকে ক্রয়কেন্দ্রগুলিতে কৃষকদের ভিড় বাড়বে। ওই সময়ে যাতে চাষিরা সমস্যায় না পড়েন তারজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আধিকারিকরা জানিয়েছেন। গতবছর ধান কেনার ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা প্রথম স্থানে ছিল। এবারও সেই জায়গা ধরে রাখার জন্য চেষ্টা করা হবে। ফড়েরা যাতে কোনওভাবেই সুবিধা নিতে না পারে সেই দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)