সংবাদদাতা, কালনা: বাংলা সবাক চলচ্চিত্রের জনক দেবকীকুমার বসুর জন্মদিবস পালিত হল তাঁর জন্মস্থান কালনার অকালপৌষ গ্রামে। সোমবার জন্মদিবস উপলক্ষ্যে গ্রামে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবকীকুমার বসুর নাতি দেবাশিস বসু, অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, দেবকীকুমার বসু স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক প্রণব রায় প্রমুখ।
১৮৯৮ সালের কালনার অকালপৌষ গ্রামে জন্মগ্রহণ করেন দেবকীকুমার বসু। তিনি প্রথম বাংলা সবাক চলচ্চিত্র দর্শকদের সামনে তুলে ধরেন। তিনি বাংলা ছাড়াও হিন্দি, মারাঠি, তামিল সহ একাধিক ভাষায় নির্বাক ও সবাক মিলিয়ে ৩৬টি ছবি তৈরি করেন। অভিনেতা শুভাশিসবাবু বলেন, দেবকী বসু নির্বাক ও সবাক চলচ্চিত্রে সমান পারদর্শী ছিলেন। বাংলা তথা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে তাঁর অসামান্য চলচ্চিত্র ‘সীতা’। এই গ্রামে আসতে পেরে ভালো লাগছে।
প্রণববাবু বলেন, দেবকীকুমার বসুকে বাংলা সবাক চলচ্চিত্রের জনক বলা হয়। সেই মহান মানুষটি আমাদের গ্রামের অকালপৌষ গ্রামে জন্মে ছিলেন। এখনও তাঁর নামে জমির রেকর্ড রয়েছে। এমন মহান মানুষের আবক্ষ মূর্তি বসাতে পেরে আমরা গর্বিত। আগামী দিনেও আরও কিছু করার কথা ভাবা হচ্ছে।