নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফের পিছিয়ে গেল বহু চর্চিত কয়লা পাচার কাণ্ডের চার্জগঠন। সোমবার আসানসোল সিবিআই বিশেষ আদালতে চার্জ গঠনের দিন আদালতে গরহাজির ছিলেন এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। শুনানি পর্ব শুরু হতেই জানা যায় বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিস। সে এখন প্রেসিডেন্সি জেলে বন্দি। দ্রুত মেইল করা হয় প্রেসিডেন্সি জেলে। জানানো হয়, এদিন রাতের মধ্যেও ভার্চুয়াল মাধ্যমে হাজির করতে হবে বিকাশ মিশ্রকে। এরপর অভিযুক্ত বিকাশকে হাজিরা করার জন্য দীর্ঘ অপেক্ষা। তাকে ভার্চুয়ালি হাজিরা করার সম্ভাবনাকে ঘিরে তিনটে পর্যন্ত এজলাস চালু ছিল। অবশেষে জানা যায়, বিকাশ মিশ্রকে কলকাতা পুলিস নিজেদের হেফাজতে নেওয়ায় তাকে প্রেসিডেন্সি জেলে আনা হচ্ছে না। বাধ্য হয়ে চার্জ গঠনের জন্য পরবর্তী শুনানের দিন ধার্য করেন বিচারক রাজেশ চক্রবর্তী। ১০ ডিসেম্বর পরবর্তী চার্জ গঠনের দিন ধার্য হয়। বিচারকের নির্দেশ, ৪৮ জন অভিযুক্তকে আদালতে হাজির থাকতে হবে। কোনওরকম আইনের সমস্যা থাকলে ভার্চুয়াল মাধ্যমে তাকে আদালতে হাজির করাতে হবে।
অভিযুক্তদের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, অন্য মামলায় বিকাশ মিশ্র গ্রেপ্তার হওয়ার জেরে এদিন তাকে আদালতে আনা যায়নি। বিচারক ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
কয়লা পাচারের তদন্ত সিবিআই হাতে নিতেই রাজ্যজুড়ে আলোড়ন পড়ে। ২০২০ সালের নভেম্বর মাস থেকে চলছে মামলা। বহু টানাপোড়েন হয়েছে, প্রভাবশালীর নাম জড়ানোর নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। চার বছর পরে চার্জ গঠনের মুখে এই মামলার। সিবিআই তিনটি চার্জশিটে মোট ৫০ জনকে অভিযুক্ত করে। তাদের মধ্যে একজন পলাতক, অন্যজন মারা গিয়েছেন। ৪৮ জনের চার্জ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু শুনানি শুরুতেই ছন্দপতন হয় বিকাশ মিশ্রকে নিয়ে। অভিযুক্তদের আইনজীবীরা বলেন, সবার বিরুদ্ধে ২২০ (বি) ষড়যন্ত্রের ধারা রয়েছে। এক্ষেত্রে সকলকে হাজির থাকা প্রয়োজন। অথচ এদিন এজলাসে বিকাশ মিশ্র নেই। এরপরই আদালত বিকাশ মিশ্রের খোঁজ নিয়ে জানতে পারে, রবিবারে কলকাতা পুলিস বিকাশকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে তুলেছিল। বিচারক একদিনের জেল হেফাজতে প্রেসিডেন্সি জেলে তাকে পাঠিয়েছেন। প্রেসিডেন্সি জেলে মেইল করা হয় আসানসোল সিবিআই বিশেষ আদালত থেকে। পরবর্তী ক্ষেত্রে জানা যায়, প্রেসিডেন্সি জেল থেকে তাকে আলিপুর আদালতে ফের তোলা হয়েছে। দুপুরের পর নিশ্চিত হয় ওই মামলায় বিকাশকে কোনওভাবেই ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো সম্ভব নয়। এরপরই পরবর্তী দিন ধার্য করা হয়। সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত আসানসোল সিবিআই আদালতে ছিল টানটান উত্তেজনা। কুখ্যাত কয়লা কারবারি অনুপ মাজি ওরফে লালা, জয়দেব মণ্ডল, নীরদ বরণ মণ্ডল সহ অভিযুক্ত একাধিক ইসিএলের প্রাক্তন জিএমরা আদালতে হাজির ছিলেন। • আদালতে অনুপ মাঝি ওরফে লালা। -নিজস্ব চিত্র