• উত্তর ভীমটোলায় পঞ্চায়েত সদস্যের উঠোন দিয়ে সরকারি রাস্তা, ক্ষোভ
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মানিকচক: সরকারি রাস্তা নিজের বাড়ির ভিতর দিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচকের উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের উত্তর ভীমটোলা গ্রামে। বাসিন্দাদের দাবি, তিন মাস আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ করলেও কোনও পদক্ষেপ নেয়নি ব্লক প্রশাসন। সোমবার ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত সদস্য সঞ্জয় মণ্ডলের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী। ভীমটোলা বুথে সরকারি তহবিল থেকে দুই লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজ হয়। অভিযোগ, পঞ্চায়েত সদস্য সঞ্জয় মণ্ডল সেই কাজ নিজের বাড়ির বারান্দা সহ নিজস্ব ব্যবহারকারী রাস্তা ঢালাই করে। চলতি বছরের গত পাঁচই আগস্ট ঢালাই রাস্তার কাজ সম্পন্ন হয়। ইতিমধ্যেই এই রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা মহম্মদ সেলিম মানিকচক ব্লক প্রশাসন, মালদহ জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানান। 


    অভিযোগের পর তিন মাস কেটে গেলেও এখন পর্যন্ত তদন্ত শুরু করেনি প্রশাসন। মহম্মদ সেলিম বলেন, পঞ্চায়েত সদস্য সঞ্জয় সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে ঢালাই রাস্তার কাজটি নিজের বাড়িতে করেছে। সঞ্জয়ের দাবি, গ্রাম পঞ্চায়েত নিয়ম মেনে টেন্ডার করে কাজটি করেছে। আমার বাড়ির সামনের এই রাস্তার ওপর দিয়ে প্রায় ২৫ টি পরিবার যাতায়াত করে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। বিডিও বলেন, অভিযোগ করার পরেই বন্যা পরিস্থিতি তৈরি হয়। তাই অভিযোগটি খতিয়ে দেখা হয়নি। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।  এই রাস্তা তৈরি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)