পুজোর পরও বিভিন্ন মোড়ে বাঁশের তোরণ, দুর্ঘটনার আশঙ্কা রায়গঞ্জে
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, রায়গঞ্জ: পুজো শেষ হলেও এখনও রায়গঞ্জ শহরের একাধিক জায়গায় রয়েছে বাঁশের তোরণ। শহরের বিধাননগর মোড়, শিলিগুড়ি মোড়, শিল্পীনগর এলাকায় পুরনো জাতীয় সড়ক ছাড়াও বেশ কিছু ওয়ার্ডে এখনও তোরণ খোলা হয়নি বলে অভিযোগ। যে কোনও সময় বাঁশের তোরণগুলি ভেঙে দুর্ঘটনার আশঙ্কাও করছেন শহরবাসী। শহরের মধ্যে কীভাবে দিনের পর দিন তোরণগুলি দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানুষ। তোরণ না খোলায় ক্লাবগুলি ও প্রশাসনের ভূমিকায় বিরক্ত পথচলতি মানুষও।
রায়গঞ্জের বাসিন্দা কৌশিক ভট্টাচার্য বলেন, উত্সব শেষ। তারপরও বাঁশের তোরণগুলি খুলে ফেলা হয়নি। এর জেরে পথচলতি মানুষের সমস্যা হচ্ছে। তোরণগুলি যে কোনও মুহূর্তে ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত তোরণগুলি খুলে ফেলা উচিত প্রশাসনের। একই বক্তব্য রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীরও।
রায়গঞ্জ শহরজুড়ে যানজট একটা বড় সমস্যা। যানজট সামলাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে প্রশাসন। বাঁশের তোরণ থাকায় রাস্তা আরও সংকীর্ণ হয়ে রয়েছে। বাঁশের এই তোরণ দীর্ঘদিন ধরে রাস্তার উপরে থাকায় ক্লাব কর্তৃপক্ষ ও ডেকোরেটারদের দায়ী করেছেন রায়গঞ্জ পুরসভার উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার। তিনি বলেন, ক্লাবগুলিকে বারবার জানানো হয়েছে তোরণ খুলে নিতে। আমরা আবার ক্লাব ও ডেকরেটরকে জানাব।
রায়গঞ্জে এখনও খোলা হয়নি বাঁশের তোরণ।-নিজস্ব চিত্র