দশ দিনে ৫০ হাজার বাড়িতে সমীক্ষক দলকে যাওয়ার নির্দেশ দিলেন বিডিও
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, দিনহাটা: নির্বাচন বিধির জন্য আটকে ছিল আবাস যোজনার সার্ভের কাজ। ভোট মিটতেই জোর কদমে শুরু হয়েছে বাড়ি বাড়ি সমীক্ষা। ৫০ হাজারেরও বেশি বাড়ির সমীক্ষা হবে দিনহাটা-১ ব্লকে। ১০ দিনের মধ্যেই সমস্ত বাড়ি সরেজমিনে খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেছেন বিডিও। ৫ ডিসেম্বরের মধ্যে সার্ভে সম্পন্ন করতে তাই গঠন করা হল ১১২টি দল। সরকারি ও চুক্তিতে নিযুক্ত কর্মচারীদের নিয়ে তৈরি হয়েছে এই দল। প্রতিটি দলে দুই থেকে তিনজন করে সদস্য রাখা হয়েছে। তাঁরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি ঘুরছেন। কোনওরকম বিতর্ক এড়াতে আচমকা হাজির হবেন বিডিও নিজেও। সমীক্ষার কাজ সম্পূর্ণ হলেই টাকা ঢুকবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দিনহাটা-১ এর বিডিও গঙ্গা ছেত্রী সোমবার বলেন, ৫ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি সার্ভের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে মসৃণভাবে কাজটি হয়ে যায় তারজন্য ১১২টি টিম ব্লকজুড়ে সার্ভের কাজে নেমেছে। প্রতিটি বাড়ি সরেজমিনে খতিয়ে দেখে মোবাইল অ্যাপে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের আর্থ সামাজিক পরিস্থিতির উপর প্রাথমিকভাবে ঘর প্রাপকদের তালিকা তৈরি হয়। ২০২২ সালে সেই তালিকা আবার যাচাই করা হয়। তারপরে একটি চূড়ান্ত তালিকা তৈরি হয়। এবারে সেই তালিকা আবার পুনরায় যাচাই করছে সরকার। ২০২২ সালের চূড়ান্ত তালিকা দেখে বাড়ি বাড়ি ঘুরছে সরকারি দল। উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। উপভোক্তা জীবিত নাকি মৃত, তাও যাচাই করা হচ্ছে। তাঁদের পরিবারে কেউ সরকারি চাকরি পেয়েছেন কি না তারও খোঁজ নিচ্ছেন সার্ভে টিমের সদস্যরা। সম্প্রতি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে কি না তাও নিজ চোখে দেখে নিচ্ছেন তাঁরা। তারপরে সেই পরিবারের বাড়ির ছবি তোলা হচ্ছে। সরাসরি মোবাইল অ্যাপে সেটা আপলোড করে দেওয়া হচ্ছে। একজন সরকারি কর্মচারীর সঙ্গে আরও এক বা দু’জন চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে সার্ভের দল তৈরি করা হয়েছে। ৫০ হাজার বাড়ি তাঁরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিদর্শন শেষ করবেন। নিজস্ব চিত্র।