কোচবিহার বিমানবন্দর থেকে ৪৫ আসনের উড়ান! দাবি জানাবেন সাংসদ জগদীশচন্দ্র
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। কোচবিহারের এমপি তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবার দিল্লি গিয়ে দেখা করবেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে। কোচবিহার বিমানবন্দর থেকে মাত্র নয় আসনের একটি বিমান কোচবিহার-কলকাতার মধ্যে চলাচল করে। সেখানে কোচবিহার বিমানবন্দর থেকে আগামী দিনে ৪৫ আসনের বিমান চালানো সম্ভব কি না সেই নিয়ে তাঁর মনেও প্রশ্ন রয়েছে। এই বিষয় নিয়েই অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডুর সঙ্গে কথা বলবেন সাংসদ জগদীশচন্দ্র।
শুধু তাই নয়, কোচবিহারে রেলের জমিতে স্পোর্টস হাব গড়ে তোলা নিয়েও সংসদে প্রশ্ন করার ইচ্ছে রয়েছে তাঁর। পাশাপাশি সুযোগ পেলে তোর্সার দ্বিতীয় সেতুর প্রসঙ্গও তোলার চেষ্টা করবেন তিনি। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সোমবার বলেন, কোচবিহার বিমানবন্দরে নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছি। এই বিমানবন্দরে মাত্র নয় আসনের বিমান চলছে। সেখানে ৪৫ আসনের বিমান চালানো যায় কি না তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। এর জন্য আমি ব্যক্তিগতভাবে অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করব। বিমানবন্দর একটি জরুরি বিষয়। তাই সেই বিষয়ে কথা বলব। এছাড়াও এর আগে লোকসভা অধিবেশনে তোর্সায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। কোচবিহারের স্পোর্টস হাব নিয়ে প্রশ্ন করেছিলাম। সেটির কোনও কাজ হয়নি। সেই বিষয়েও সুযোগ পেলে জানতে চাইব সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে।
কোচবিহার বিমানবন্দর থেকে বিমান চলা নিয়ে এর আগে বিস্তর জলঘোলা হয়েছে। বিমান চলাচল শুরু হয়েও বন্ধ হয়ে যায়। বিমান এসে দীর্ঘ দিন দাঁড়িয়ে থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে আর বিমান চলেনি। বর্তমানে এখানে যে বিমান চলাচল করে সেটি চালানোর শুরুর সময়েও যথেষ্ট টানাপোড়েন চলেছিল। কিন্তু পরবর্তীতে বিমান ঠিক ভাবেই চলাচল করেছে। কিন্তু মাত্র নয় আসনের বিমান হওয়ার কারণে অনেকেই নির্দিষ্ট দিনে জায়গার অভাবে এটিতে যাতায়াত করতে পারেন না। তাই অনেক দিন ধরেই কোচবিহারের ৪৫ আসনের বিমান চালানোর দাবি রয়েছে। নিজস্ব চিত্র।