নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের রাসমেলার সময়সীমা নিয়ে প্রশাসন ও পুরসভার দড়ি টানাটানি অব্যাহত। পুরসভা ও ব্যবসায়ীরা চাইছেন রাসমেলার দিন বৃদ্ধি করা হোক। ১৫ দিনের রাসমেলা বাড়িয়ে ২০ দিন করার দাবি রয়েছে। কারণ, এবার মাসের মাঝে রাসমেলা শুরু হয়েছে। ব্যবসায়ীরা শুরুর দিকে তেমন ব্যবসা করতে পারেননি। গত রবিবার সবে রাসমেলা পুরো মাত্রায় জমে উঠেছে। আর রাসমেলা শেষের দিন ৩০ নভেম্বর। তাই পুরসভা চাইছে রাসমেলার দিন কিছুটা বৃদ্ধি করা হোক। সোমবার রাসমেলা মাঠে প্রথা অনুসারে বোর্ড মিটিং করে পুরসভা। সেই বোর্ড মিটিংয়ে রাসমেলা পাঁচদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ, মঙ্গলবার সেই সিদ্ধান্ত প্রশাসনকে জানাবে পুরসভা।
এদিকে এদিন বিকেলেই কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা সাফ জানিয়ে দিয়েছেন, ল্যান্সডাউন হলে রাসমেলা নিয়ে যে সিদ্ধান্ত হয়েছিল সেটাই বহাল থাকবে। ফলে কোচবিহারের রাসমেলা এবার যে ১৫ দিনেই শেষ হবে তা একপ্রকার ধরে নেওয়া যাচ্ছে। তবে পুরসভা এখনও বিষয়টি নিয়ে আশাবাদী রয়েছে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আমরা প্রথা অনুসারে রাসমেলা মাঠে এদিন বোর্ড মিটিং করেছি। সেই মিটিংয়েই রাসমেলার দিন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা সেই সিদ্ধান্ত ও ব্যবসায়ীদের স্মারকলিপির বিষয়টি আজ, মঙ্গলবার জেলা প্রশাসনকে জানাব।