• বারোবিশায় প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের বোর্ডে জেলার নাম সংশোধন
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলা গঠনের ১০ বছর পরেও কুমারগ্রাম ব্লকের বারোবিশায় অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের সাইন বোর্ডে জেলার নাম জলপাইগুড়ি থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে গত ২৮ আগস্ট ‘বর্তমান’ পত্রিকায় খবর প্রকাশিত হয়। এবার অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের বোর্ড বদল করা হল। তাতে জেলা হিসেবে আলিপুরদুয়ার লেখা রয়েছে। এতে খুশি এলাকার সাধারণ মানুষ। সরকারি একটি প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের বোর্ডে জেলার নাম ভুল থাকায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল এলাকায়। 
  • Link to this news (বর্তমান)