নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে আগামী ২৭-২৯ নভেম্বর দিল্লিতে এআইডিএসও’র দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন হবে। সেই সম্মেলনে যোগ দিতে কোচবিহার জেলার প্রতিনিধিরা সোমবার নিউ কোচবিহার স্টেশন থেকে রওনা হলেন। তার আগে কোচবিহার শহরের প্রাণকেন্দ্র হরিশ পাল চৌপথিতে সভা করা হয়। নিউ কোচবিহার স্টেশন চত্বরেও মিছিল ও সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক আসিফ আলম, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সুনির্মল অধিকারী, দয়াল বর্মন সহ অন্যরা।