• চিতাবাঘের আক্রমণ থেকে রক্ষায় সচেতনতা শিবির
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ফালাকাটা: শীতের মরশুম এলেই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে চিতাবাঘ। ফলে, আতঙ্কে রাত কাটাতে হয় বাসিন্দাদের। চা মহল্লার বাসিন্দাদের ভয় কাটাতে ও পরিবারগুলির সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ সচেতনতা শিবির করল বনদপ্তর। সোমবার মাদারিহাট রেঞ্জ কর্তৃপক্ষ দলগাঁও চা বাগানে শিবিরটি করে। দলগাঁওবস্তির জুনিয়র হাইস্কুলের পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন। শিবিরে উপস্থিত ছিলেন ডবলুডবলুএস ডঃ কুলদীপ রায়, মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায় সহ আরও অনেকে। রেঞ্জার বলেন, এলাকায় বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের চিতাবাঘের আক্রমণ থেকে বাঁচাতে বিভিন্ন কৌশল শেখানো হল। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও চা বাগানে কীভাবে কাজ করতে হবে সেই সম্পর্কে সচেতন করা হয়। বাসিন্দাদের হুইল চেয়ারও প্রদান করা হয়।
  • Link to this news (বর্তমান)