• নভেম্বরের শেষে পুরুলিয়ায় কনকনে ঠান্ডা, তীব্রতায় পিছিয়ে কালিম্পংও
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  •  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরের শেষে কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা শীত পড়েছে। কিন্তু এখনই কনকনে ঠান্ডা পড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এলাকায়, বিশেষ করে পুরুলিয়ায়। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.১ ডিগ্রি সেলসিয়াস। 


    এদিন দেশের সমতল এলাকার মধ্যে শীতলতম স্থান ছিল পশ্চিম উত্তরপ্রদেশের সরসওয়ার (১০.২ ডিগ্রি), তারই কাছাকাছি ছিল পুরুলিয়ার তাপমাত্রা। হিল স্টেশন কালিম্পংয়ের তাপমাত্রার চেয়ে প্রায় ২ ডিগ্রি কম ছিল পুরুলিয়ায়। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত শুষ্ক ও শীতল হাওয়ার জন্যই দক্ষিণবঙ্গে শীত অনুভূত হয় আর তা বাংলায় আসে পুরুলিয়ার দিক থেকে। তাছাড়া ভূপ্রকৃতিকগত কারণে এখানে বেশি শীত পড়ে। জাঁকিয়ে শীত পড়লে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। বীরভূমের শ্রীনিকেতনে ইতিমধ্যেই কনকনে ঠান্ডা পড়েছে। সেখানে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি। বর্ধমান ও বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশে রয়েছে। রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য রয়েছে দার্জিলিংয়ের দখলে (৬.২ ডিগ্রি)। উচ্চতা অনেক বেশি হওয়ার কালিম্পংয়ের তুলনায় দার্জিলিংয়ে শীতের তীব্রতা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 
  • Link to this news (বর্তমান)