• স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সব সমস্যা ডিসেম্বরের মধ্যেই মেটাতে নির্দেশ
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ইউভার্স ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কয়েক লক্ষ মানুষ এই প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন ইতিমধ্যেই। তবে অনুমোদনের পরেও বহু সংখ্যক আবেদন ব্যাঙ্কগুলিতে এখনও আটকে রয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সেগুলি ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল নবান্ন। 


    সূত্রের খবর, শুক্রবার নবান্নে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ছিলেন সংশ্লিষ্ট দপ্তরগুলিরও সচিবরা। তালিকাভুক্ত অনুমোদিত সকলের হাতে ৩১ ডিসেম্বরের মধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডগুলি তুলে দেওয়ার জন্য ওই বৈঠক থেকেই নির্দেশ দেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ আবেদনপত্রগুলির ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বিশেষ পদক্ষেপ করা হবে। ফলে নতুন বছরে আরও কয়েক হাজার আবেদনকারী স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন বলেই প্রশাসন সূত্রে খবর।


    অন্যদিকে, খাদান থেকে বেআইনিভাবে বালি ও পাথর উত্তোলন নিয়েও সোমবার সকালের বৈঠকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এদিন ডিজি রাজীব কুমারের উপস্থিতিতেই জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। ৫ হেক্টরের কম আয়তনের বালি খাদানগুলির তালিকা চাওয়া হচ্ছে জেলাশাসকদের কাছে। বেআইনিভাবে বালি ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। বেআইনি বালি খাদান থেকে ওভারলোডেড ট্রাক চলাচল করছে গ্রামীণ রাস্তায়। ফলে রাস্তাগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। মুখ্যসচিব এদিন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বৈঠকে আরও উল্লেখ করেন যে, একই কারণে লাগোয়া এলাকার ফ্ল্যাইওভারগুলির স্বাস্থ্যও খারাপ হচ্ছে দ্রুত। সবচেয়ে উদ্বেগের বিষয় এই যে, ফ্লাইওভারের পিলারের নীচ থেকেও বালি ‘কেটে’ নেওয়া হচ্ছে! ফলে দুর্বল হয়ে যাচ্ছে সেতুগুলি। এসব অবিলম্বে বন্ধ করার জন্য জেলাগুলির তরফে নজরদারি বৃদ্ধিরও নির্দেশ দেওয়া হয়েছে এদিন।
  • Link to this news (বর্তমান)