• মমতা-অনুব্রত সাক্ষাৎ বৈঠকে
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে মুখোমুখি সাক্ষাৎ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের। সোমবার কালীঘাটের বৈঠকে এসেছিলেন অনুব্রত। জেল থেকে ছাড়া পাওয়ার পর দলের বৈঠক এদিনই প্রথম সাক্ষাৎ হয় মমতার সঙ্গে বীরভূমের কেষ্টর। দলীয় সূত্রে খবর, অনুব্রত এদিন বৈঠকে বসেছিলেন। কোনও কথা বলেলনি। অনুব্রতকে দেখে দলনেত্রী খোঁজ নেন তাঁর শারীরিক অবস্থার। শরীর কেমন আছে, জানতে চান। পরে এটাও জানা যায়, বৈঠকের একেবারে শেষে অনুব্রতকে দলনেত্রী বলেন, ভালো করে কাজ করতে হবে এবং সকলকে নিয়ে চলতে হবে। বৈঠক শেষের পর কালীঘাট থেকে বের হওয়ার সময় একটি শব্দও উচ্চারণ করেননি অনুব্রত। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি পদে আছেন অনুব্রত। এছাড়াও কোর কমিটি রয়েছে। সম্প্রতি কোর কমিটিকে নিয়ে বৈঠক করেছেন অনুব্রত।
  • Link to this news (বর্তমান)