সুজয়কৃষ্ণর জামিন মামলার রায় দান স্থগিত হাইকোর্টে
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামিন মামলার শুনানি শেষে সোমবার রায় দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন সুজয়। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটি উঠলে শুনানি শেষে রায় দান স্থগিত রাখেন বিচারপতি। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি চলছিল। বিচারপতিদের বিচারক্ষেত্র পরিবর্তন হওয়ায় মামলাটি আসে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এদিন ইডির তরফে জামিনের বিরোধিতায় লিখিত নোট জমা দেওয়া হয়।
Link to this news (বর্তমান)