• চোলাই পাচার, গ্রেপ্তার দুই
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: পিক আপ ভ্যানে করে কাঠের স্তুপের আড়ালে  পাচারের সময় বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করল হাওড়া গ্রামীণ জেলা আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া চোলাইয়ের পরিমাণ ৪ হাজার ১০০ লিটার। যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই উলুবেড়িয়া থানার মদাই এলাকায় চোলাই মদ পাচারের অভিযোগ আসছিল। সেইরকম সোমবার তিনটি পিক আপ ভ্যানে কাঠের স্তুপের আড়ালে চোলাই পাচারের খবর আসে আবগারি দপ্তরের কাছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর আবগারি সুপারিন্টেডেন্ট দিনা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আবগারি দপ্তরের কর্মীরা উলুবেড়িয়ার মদাই গ্রামে হানা দেয়। এরপর তিনটি কাঠ বোঝাই পিক আপ ভ্যান দেখে সন্দেহ হওয়ায় সেই গাড়ি তিনটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার হয়। অভিযানে দুই চোলাই কারবারিকে গ্রেপ্তার করার পাশাপাশি তিনটি পিক আপ ভ্যানকে বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। 
  • Link to this news (বর্তমান)