সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের পর জয়নগর থেকেও উদ্ধার হল মাদক। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে জয়নগর থানার পুলিস বহড়ু এলাকার জামাইপাড়াতে তল্লাশি চালায়। সেখানে এক বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। বাড়ির মালিক রাজু লস্কর পলাতক। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, রাজু লস্করের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৮৫ কেজি গাঁজা। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। রাজু কাদের কাছে এই গাঁজা সরবরাহ করত, তা পুলিস খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় রাজুর দুই সঙ্গীও জড়িত বলে পুলিসের দাবি। তাদের খোঁজে পুলিস তল্লাশি শুরু করেছে। প্রসঙ্গত, এর আগে বারুইপুরের কুড়ালি থেকে ১২০ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করেছিল বারুইপুর থানার পুলিস। তাদের মধ্যে এক মহিলা ছিল সেই গাঁজা পাচারচক্রের পান্ডা। নিজস্ব চিত্র