• হিঙ্গলগঞ্জ: ইছামতীর চরে কুমিরের দেখা
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: কুমির দেখা গেল হিঙ্গলগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের বোলতলা গ্রামে ইছামতী নদীর চরে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি কুমির দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের চেঁচামেচিতে অনেক লোক কুমিরটিকে দেখতে ভিড় জমায়। স্থানীয় বাসিন্দা রফিকুল গাজি বলেন, দুপুরে নদীর পাড় দিয়ে যাওয়ার সময়েই দেখতে পাই, একটি কুমির নদীর চরে রোদ পোয়াচ্ছে। প্রথমে মনে হয়েছিল, কিছু একটা নদীর চরে আটকে রয়েছে। কিন্তু কাছে গিয়ে দেখতে পাই, একটি পূর্ণবয়স্ক কুমির। এলাকার বাসিন্দারা বলেন, রোজ সকালে মৎস্যজীবীরা নদীতে নেমে মাছ ধরেন। সেখানে এইভাবে যদি কুমির ঘোরাঘুরি করতে থাকে, তাহলে যে কোনও মুহূর্তেই বড় বিপদ ঘটতে পারে। আমরা চাই, বনদপ্তরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসুন। তবে এই বিষয়ে বনদপ্তরের কোনও আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি। 
  • Link to this news (বর্তমান)