• বিষ্ণু মালের নারকীয় হত্যায় দোষী সাব্যস্ত গ্যাংস্টার বিশাল
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার কামারপাড়ার যুবক বিষ্ণু মালের নৃশংস হত্যাকাণ্ডে গ্যাংস্টার বিশাল দাসকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। সোমবার আদালত জানিয়েছে, ২৮ নভেম্বর বিশাল ও তার সঙ্গীদের সাজা ঘোষণা করা হবে। ২০২০ সালের অক্টোবর মাসে ত্রিকোণ প্রেমের জেরে বিশাল, বিষ্ণুকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তার ছিন্নভিন্ন মৃতদেহ চাঁপদানির খাল থেকে উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিস দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে বিশালকে গ্রেপ্তার করে এনেছিল। তার একঝাঁক সঙ্গীকেও পুলিস গ্রেপ্তার করে। অভিযোগ, গ্যাংস্টার বিশাল নিজে হাতে মাংস কাটার চপার দিয়ে জীবন্ত অবস্থায় বিষ্ণুর দেহ টুকরো টুকরো করেছিল। বিশাল সেই ঘটনা ভিডিও করে রেখেছিল। ঘটনার দিন থেকে চুঁচুড়ার কামারপাড়ার বাসিন্দারা বিশালের ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছিলেন। স্থানীয়রা সোমবারও সেই দাবিই করেছে। 
  • Link to this news (বর্তমান)