সপ্তাহ শেষেই জাঁকিয়ে শীত, বাংলার এই জেলাগুলিতে থাকবে বৃষ্টির দাপটও, জানুন আপডেট
আজ তক | ২৬ নভেম্বর ২০২৪
রাজ্যে শীতের আমেজের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের দু-এক জেলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপের কারণে কি বাধা পাবে শীত? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের পূর্বাভাস।
জাঁকিয়ে শীত পড়ছে কবে?
নভেম্বরের শেষ সপ্তাহেও বাংলায় শীতের আমেজ রয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়বে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। সোমবার এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। মঙ্গলবার থেকেই বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। তেমনই ইঙ্গিত দিয়েছে আইএমডি। আপডেট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। এরপরে সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে জেলাগুলির। সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশা থাকবে। তবে দিনভর আকাশ থাকবে পরিষ্কার। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহের শেষের দিকে হালকা বৃষ্টি হতে পারে। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত নতুন করে তাপমাত্রা আরও নেমে যাওয়া সম্ভাবনা কম। আগামী দিন কয়েক কম-বেশি এমনই থাকবে তাপমাত্রা। পশ্চিমের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
জমাটি ঠান্ডার মেজাজ উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘণ্টাতেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশা হতে পারে সামান্য দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে।
কলকাতার আবহাওয়া
শহর কলকাতায় শীতের আমেজ। তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক তিলোত্তমার তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম