• তবলা শিক্ষক খুনে ভিনরাজ্যে গ্রেপ্তার সন্দেহভাজন, গুজরাট যোগ নিয়ে তদন্তে রাজ্য পুলিশ
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৪
  • সুব্রত বিশ্বাস: কাটিহার এক্সপ্রেসে বালির তবলার শিক্ষক খুনে কি গুজরাট যোগ? সম্প্রতি গুজরাটের ভালসাদ পুলিশ ও রেল পুলিশ হরিয়ানাবাসী রাহুল নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পর সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে দেশজুড়ে বিভিন্ন ট্রেনে এমন খুনের অপরাধ করে বেড়ায়। তবলার শিক্ষক খুনের কিনারায় ভালসাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে সেখানে যাওয়ার পরিকল্পনা নিয়েছে হাওড়া পুলিশ।

    সম্প্রতি, পাঁচ রাজ্যের বিভিন্ন ট্রেনে এমন ধরনের অপরাধে নানা রাজ্যের রেল পুলিশ তটস্থ ছিল। তার পরই গুজরাটের ভালসাদ পুলিশ ও রেল পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে তদন্ত শুরু করে। পাঁচ রাজ্যের এক হাজারের মতো সিসিটিভি খতিয়ে দেখেন তদন্তকারীরা। সাত হাজারের মতো যাত্রীর সঙ্গেও কথা বলেন পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, লম্বা এক ব‌্যক্তি, যার পায়ে সমস্যা, সে ট্রেন থেকে নেমে যাচ্ছে।

    প্রতিটি সন্দেহজনক পরিস্থিতিতে দেখা গিয়েছে, খুনের পর চাদর মুড়ে রাখা হয় খুন হওয়া যাত্রীকে। ধৃতের কাছ থেকে বেশ কিছু চাদরও পাওয়া গিয়েছে, যা খুন হওয়া যাত্রীদের গায়ে জড়ানো ছিল। এদিকে বালির শিক্ষকের দেহেও চাদর জড়ানো ছিল।

    ধৃতকে জিজ্ঞাসাবাদে ভালসাদ পুলিশ জেনেছে, পশ্চিমবঙ্গের ট্রেনেও তার এই অপরাধ সংগঠিত হয়েছে। বিষয়টি জানতে পেরে হাওড়া পুলিশ ভালসাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। হাওড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তবলার শিক্ষক সৌমিত্র চট্টোপাধ‌্যায় খুনে এখনও কোনওরকম সন্দেহজনক সূত্র খুঁজে পাওয়া যায়নি। ফলে খুনি ভিনরাজ্যের হতে পারে। 

    উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার কাটিহার এক্সপ্রেসের আপার বার্থ থেকে তবলা শিক্ষক সৌমিত্রবাবুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাওড়া কারশেডে ট্রেন সাফাইয়ের সময় চাদর মোড়া দেহ দেখতে পান সাফাইকর্মীরা। পুলিশের অনুমান তাঁকে খুন করা হয়েছে। সেই ঘটনায় রাহুল জড়িত বলে সন্দেহ পুলিশের। নতুন সূত্র পেয়ে সেই পথেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য পুলিশ।  
  • Link to this news (প্রতিদিন)