প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করাতে চেয়ে সোমবার আবেদন করেছে সিবিআই। একই সঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আদালতে হাজির করানোর আবেদন জানানো হয়েছে। আজ সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁদের হাজির করানো হবে। তদন্তের স্বার্থে ওই দু’জনকে নিজেদের হেফাজতে চাইতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
‘ঘুষকাণ্ডে’ আদানিদের নাম জড়ানোয় বিতর্ক অব্যাহত জাতীয় রাজনীতিতে। আজও সেই বিতর্কে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যেতে পারে বিরোধীদের। কংগ্রেস ইতিমধ্যেই ঠিক করেছে, সংসদে বিষয়টি নিয়ে তারা আলোচনার আবেদন জানাবে। অন্য বিরোধীরাও এই সুরে সুর মেলাতে পারে। আজ ‘সংবিধান দিবস’ হওয়ায় সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে। তবে জাতীয় রাজনীতিতে আদানিদের নিয়ে বিতর্ক বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন, তা নিয়ে জল্পনা চলছে। সোমবারও সেই ছবি স্পষ্ট হয়নি। বিজেপি শিবির চাইছে, দেবেন্দ্র ফডণবীসই মুখ্যমন্ত্রী হোন। ‘মহাজুটি’র অন্য শরিক এনসিপির অজিত পওয়ারও এ ব্যাপারে নিজের দলের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি চাইছেন, বিজেপিরই কেউ মুখ্যমন্ত্রী হোন। কিন্তু একনাথ শিন্ডেকে এখনও মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে সরে আসতে দেখা যায়নি। সোমবার ‘মহাজুটি’র শরিকেরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছিল। তবে সেই বৈঠকে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও কমেছে। যদিও কলকাতার তাপমাত্রা নতুন করে আর কমেনি। আগামী শনি এবং রবিবার উপকূলঘেঁষা দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।