• বঙ্গে আরও নামল পারদ, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উপকূলে, কী বলছে আলিপুর?
    আনন্দবাজার | ২৬ নভেম্বর ২০২৪
  • সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। রাজ্যের পার্বত্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের মুখে এ বার এমনটাই জানিয়ে দিল আলিপুর।

    আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে নতুন করে আবির্ভাব হয়েছে পশ্চিমি ঝঞ্ঝার। চলতি সপ্তাহের শুক্রবার পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এ জন্য উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এ ছাড়া, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটিও এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পন্ডিচেরি থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে সেটি। শক্তি বাড়িয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর।

    নিম্নচাপটির অভিমুখ আপাতত উত্তর-পশ্চিমের শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। দূরের সমুদ্রে তৈরি হওয়ায় এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে। তবে এর প্রভাবেই সপ্তাহান্তে রাজ্যের উপকূলঘেঁষা এলাকাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর। সপ্তাহান্তে তাঁদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলেও মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

    দক্ষিণের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর। তবে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। আগামী দু’দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমে। শুক্রবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা বিশেষ কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। মঙ্গলবার দার্জিলিঙে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।

    শীতের আমেজের মুখে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরও খানিকটা কমেছে। মঙ্গলের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। দমদমে তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। অন্য দিকে, পুরুলিয়ার পারদ নেমে এসেছে ১১.৫ ডিগ্রিতে। সকালের দিকে কোনও কোনও জায়গায় হালকা কুয়াশা ছিল। তবে মঙ্গলবার সারা দিন পরিষ্কারই থাকবে কলকাতার আকাশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম।

  • Link to this news (আনন্দবাজার)