• পারিবারিক বিবাদের জেরে মামাকে ধারালো অস্ত্রের কোপ, বেহালায় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ
    আনন্দবাজার | ২৬ নভেম্বর ২০২৪
  • পারিবারিক বিবাদের জেরে মামাকে ধারালো অস্ত্রের কোপ বেহালায়। সোমবার বিকেলে দক্ষিণ বেহালায় ঘটনাটি ঘটেছে। সোমবারই সরশুনা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম প্রদীপ পাল। তিনি দক্ষিণ বেহালার রাধাকৃষ্ণ পল্লির বাসিন্দা। ওই প্রৌঢ়ের দাবি, সোমবার তাঁর উপর হামলা চালিয়েছেন দুই যুবক। উল্লেখ্য, অভিযুক্ত যুবকেরা তাঁরই আত্মীয়। এমনকি, মূল অভিযুক্ত সম্পর্কে প্রদীপের ভাগ্নিজামাই হন। আগে থেকেই দু’পক্ষের পারিবারিক বিবাদ ছিল বলে জানা গিয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ অভিযুক্তেরা তাঁর দোকানে আসেন বলে জানা গিয়েছে। সেখানে চা খাওয়া নিয়ে বচসা শুরু হয়। এক পর্যায়ে ছুরি নিয়ে প্রৌঢ়কে আক্রমণ করে বসেন দুই যুবক।

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম সঞ্জয় চৌধুরী এবং বরুণ পাল। অভিযোগ, ঘটনার সময়ে বরুণ ওই প্রৌঢ়ের হাত চেপে ধরেন। সেই সুযোগে তাঁকে পিছন থেকে দু’বার ধারালো অস্ত্রের কোপ মারেন সঞ্জয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মামলায় তদন্ত শুরু হয়েছে। কেন সামান্য চা খাওয়া নিয়ে বিবাদের জেরে এমন কাণ্ড ঘটালেন দুই যুবক, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

    ঘটনায় শরীরের বাঁ দিকে আঘাত লেগেছে প্রদীপের। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এলাকার বাসিন্দারা। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়। তাঁর পিঠে ছ’টি সেলাই পড়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

  • Link to this news (আনন্দবাজার)