বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের পথেই? IMD যা জানাচ্ছে...
আজ তক | ২৬ নভেম্বর ২০২৪
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য ঝড়টি তামিলনাড়ু উপকূলে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে। শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহবিদরা।
আজ সকাল ৮:৩০ টায় পাওয়া তথ্য অনুযায়ী, নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি বর্তমানে ত্রিনকোমালির ৩১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, নাগাপট্টিনাম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, পুদুচেরি থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং চেন্নাই থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এর গতিপথ শ্রীলঙ্কার উপকূল এড়িয়ে ভারতের মূল ভূখণ্ডের দিকে নির্দেশ করছে।
IMD পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ২৭ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়টি তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, প্রবল ঝোড়ো হাওয়া এবং সমুদ্রের জলোচ্ছ্বাস ঘটাতে পারে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকাগুলিকে সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য জরুরি তৎপরতা শুরু করেছে।
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তীব্রতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে এবং পরিস্থিতি মোকাবিলায় আরও আপডেট সময়মতো জানানো হবে। তামিলনাড়ু ও আশেপাশের উপকূলীয় এলাকাগুলির জনগণকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।